ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলো তার স্বজনরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পরে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলের সঙ্গে ধস্তাধস্তিও করেন তারা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম বকুল শেখ। তিনি ওই গ্রামের মৃত মগর আলীর ছেলে। তার প্রথম স্ত্রীর করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।

রায়গঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ বলেন, বকুল শেখ প্রথম স্ত্রী রেখে আরেকটা বিয়ে করেন। এতে তার বিরুদ্ধে মামলা করেন প্রথম স্ত্রী। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

ওসি বলেন, সেই গ্রেফতারি পরোয়ানামূলে সন্ধ্যার আগে একজন এএসআই একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করতে যান। এ সময় বকুলকে তারা আটক করা মাত্রই ৭-৮ জন স্বজন ধস্তাধস্তি করে ছিনিয়ে নেয়। তখনও আসামির হাতে হাতকড়া পরানো হয়নি। আসামিকে ছিনিয়ে নেওয়া মাত্রই সে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি ছিনিয়ে নেওয়া অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।