ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরও দুই মন্ত্রী মন্ত্রিসভায় যুক্ত হবেন 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

মন্ত্রিপরিষদে আরও দুই জন মন্ত্রী যুক্ত হবেন। শ্রম ও সংস্কৃতি মন্ত্রণালয় এখনও খালি আছে, সেখানে দুই জন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসার পর এই সিদ্ধান্ত হতে পারে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জিনিসপত্রের দাম নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে পৃথিবীর অনেক দেশের চেয়েও বাংলাদেশ ভালো অবস্থানে আছে। যেটুকু সমস্যা আছে সেটা শিগগিরই কেটে যাবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগেও ভোট বানচালের চেষ্টা করেছিল, তাতে সফল হয়নি তারা। এখনও তারা একইরকম আন্দোলন করে যাচ্ছে। এতে সরকারের কিছু হবে না। বিএনপিকে দল হিসেবে তুচ্ছতাচ্ছিল্য করছি না আমরা। রাজনৈতিক মাঠে কখন কে এগিয়ে যায় সেটা বলা মুশকিল। কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে আমাদের প্রশ্ন আছে।