ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ. লীগের উপ-কমিটির সদস্য হলেন ডা. মোস্তাফা শাদমান সাকিব

admin
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডা.মোস্তাফা শাদমান সাকিব।

১০ ই ফেব্রুয়ারী সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব মাশরাফি বিন মোর্ওজার সাক্ষরিত ১৫৭ জন বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটি তে সদস্য হিসেবে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মাগুরা ১ আসনের এম পি সাকিব আল হাসান,শিবলী সাদিক এম পি,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ডা.মোস্তাফা শাদমান সাকিব,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি সহ মোট ১৫৭ জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়।