ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকরির কথা বলে ধরে নিয়ে মারধর, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে চাকরির কথা বলে অপহরণের পর পদ্মার চরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুরের নওপাড়া এলাকার মো. শাবিব (২২), মো. রবিন রোমান (২১) ও খালেকুজ্জামান তারেক (২২)। তাদের কাছ থেকে একটি ছুরি, জিম্মি করার কাজে ব্যবহৃত নৌকা ও নগদ অর্থ জব্দ করা হয়। তারা পেশাদার অপরাধী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রেস্টুরেন্টে মোটা অঙ্কের বেতনের কথা বলে ফরিদপুরের বোয়ালমারী এলাকার শেফ মো. রবিউল নামের এক যুবককে দেখা করতে বলে গ্রেফতারকৃত তিন যুবক। রবিউল তাদের কথামতো টঙ্গীবাড়ী উপজেলা দিঘীরপাড় গেলে কৌশলে তাকে ট্রলারযোগে পার্শ্ববর্তী পদ্মা নদীর এক চরে নিয়ে যায় চক্রটি। পরে সেখানে নিয়ে জিম্মি ও মারধর করে মাটিতে পুঁতে রাখার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। হাতিয়ে নেয় সঙ্গে থাকা মোবাইল ও টাকা। প্রাণ বাঁচাতে স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকে কয়েক দফায় মোট ২৪ হাজার টাকা আনা হয়। এরপর তাকে মারধর করে নদীর পাড়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে কোনোমতে বেঁচে ৫ ফেব্রুয়ারি টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৪ দিনের মাথায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রফিক জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।