ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের সরদার উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকান মালিকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে স্থানীয় শহিদুল ইসলাম ও সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ তোশকের দোকানসহ বিভিন্ন পণ্যের কয়েকটি দোকান।

বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।