ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘চোর চোর’ বলে স্লোগান মমতাকে দেখে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাজেট অধিবেশন শেষে বিধানসভা থেকে বের হয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে দেখেই ‌‘চোর চোর’ বলে স্লোগান দিয়েছেন বিজেপি সংসদ সদস্য শুভেন্দুসহ দলের অন্য এমপিরাও।

গতকাল বৃহস্পতিবার বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করেন মমতা। এরপর সন্ধ্যায় যখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন তখনই এ ঘটনা ঘটে।

যে পথ দিয়ে মুখ্যমন্ত্রীর বেরোনোর কথা ছিল, সেই পথের দুই দিকে ব্যারিকেড করে দেয় পুলিশ। পাশেই রাখা ছিল বিজেপির অগ্নিমিত্রা পালের গাড়িটি। গাড়িটি বের করতে পারছিলেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা। সঙ্গে বিজেপির অন্য এমপিরাও ছিলেন।

‘কে আটকে ছিলেন গাড়ি’ এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু। বিধানসভা কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা সবাই সমান। আপনারা আমাদের মনোনীত করেননি। আমরা জনগণের দ্বারা নির্বাচিত। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন। কে হরিদাস পালকে এখানে নিয়ে পার করাবেন আপনারা? আর ঠিক তখনই বিধানসভা থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাকে দেখে ‘মুখ্যমন্ত্রী জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেল তৃণমূল সমর্থিত বিধানসভার কর্মী ইউনিয়নের সদস্যদের।

এ সময় চুপ করে থাকেননি বিজেপির সংসদ সদস্যরাও। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন শুভেন্দুসহ বাকি এমপিরা।