চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি বহুতল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে সংস্থাটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এ কারণে বহুতল মার্কেটটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। কেউ হতাহতও হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে জানা যাবে।