চট্টগ্রামে শান্টিং ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুই ট্রেন চালক নাজমুল ইসলাম ও সজীব চৌধুরী এবং ট্রেনের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত মোহাম্মদ আলী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘ফৌজদারহাট স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি শান্টিং ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।’
তিনি জানান, এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। সেটি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন।’