ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৩ বাংলাদেশিকে ছাগলনাইয়া সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ছাগলনাইয়ার সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব ছাগলনাইয়া এলাকায় সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। বিএসএফ সদস্যরা তদেরকে ধাওয়া দিয়ে ২৩ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন, পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন, রাইসুল ইসলাম, মো. সামিন, মো. হারুন, মো. লিটন, মাঈন উদ্দিন, রাধানগর এলাকার মো. মহসিন, কাজী রিপন, তাজুল ইসলাম সাকিল, মো. হানিফ, আবুল হাসান, মো. ইমরান, মো. রুবেল, জাফর ইমাম মজুমদার, মো. ওবায়দুল হক, জামাল উদ্দিন, আরিফ হোসেন, মো. করিম, ছাগলনাইয়ার মটুয়া এলাকার মো. খোরশেদ, আজাদ হোসেন, মো. মাহিম, মো. হারুন ও ইমাম হোসেন। তাদের প্রায় সবার বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে জানেন না। থানায় কেউ কোনো অভিযোগও করেননি।