ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সেলুন দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সেলুন দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দিনগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ক্ষেত্রবাজারের কাছে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সন্তোষ কুমার শীল (৬৫)। তিনি একই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মেজ জানান, মঙ্গলবার দিনগত রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাজারের একশো গজের মধ্যেই তার বাড়ি। রাত ১১টার দিকে মুঠোফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন।

এরপর সাড়ে ১১টা থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ১২টার দিকে বাড়িতে ফেরার পথে বিলের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

সবাই ভেবেছিলো হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, কিন্তু পরে দেখা গেলো, তার পিঠের উপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে তিনি জানান।