ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মায়ামি কোচ মেসিকে নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিলেন 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রিয়াদে আল নাসরের বিপক্ষে একেবারে শেষ দিকে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। পরে জানা যায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন তিনি। চোট থাকায় স্বাভাবিকভাবেই পরের ম্যাচ নিয়ে তৈরি হয় শঙ্কা। ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো অবশ্য সেসব শঙ্কা উড়িয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, রবিবার হংকং একাদশের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা আছে আর্জেন্টাইন তারকার।

আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে মেসি মাঠে নামেন ৮৩ মিনিটে। প্রাক মৌসুমে আগের তিন ম্যাচেই অবশ্য শুরু থেকে খেলেছেন তিনি। তার চোট নিয়ে মায়ামি কোচ বলেছেন, ‘আমরা চাই মেসি যতটা সম্ভব খেলুক। আমরা খেলোয়াড়দের মূল্যায়ন করি সব সময়। এটা আশা রাখছি মেসি হয়তো বেশিরভাগ সময় মাঠে থাকতে পারবে। কালকে অনুশীলনে সর্বশেষ অবস্থা দেখবো। কিন্তু রবিবার তার খেলার সম্ভাবনা বেশি।’

প্রাক মৌসুমে এখনও জয়হীন ইন্টার মায়ামি। ৪ ম্যাচে গোলও হজম করেছে ১১টি। তাতে মেজর লিগ সকারের প্রস্তুতিটা আদর্শ হয়নি। ২১ ফেব্রুয়ারি লিগে ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ রিয়াল সল্ট লেকের বিপক্ষে। কোচ অবশ্য জয় আশা করছেন রবিবার, ‘প্রাক মৌসুমে চার ম্যাচে জয় পাইনি আমরা। কিন্তু এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। রবিবার জয়ই আমাদের মূল লক্ষ্য।’