চট্টগ্রামে দ্যা বেঙ্গল মিডিয়ার অন্তর্গত সিটিজি পোস্টের এর ২য় ও খবর বাংলা ২৪.নেট এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলেবিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি উদযাপিত হয়। অনুষ্ঠানের শেষে কেক কেটে দ্যা বেঙ্গল মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও নিউজ পোর্টালদ্বয়ের সম্পাদক মোঃ মাহবুবুল আলমের জন্মদিন উদযাপিত হয়। এ সময় প্রেসক্লাব জুড়ে বেঙ্গল মিডিয়ার শুভাকাঙ্ক্ষীদের আগমনে উৎসবমুখর পরিস্থিতি সৃষ্টি হয়।
খবর বাংলা ২৪.নেট এর নির্বাহী সম্পাদক এম আতিক উল্লাহ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ছরওয়ার চৌধুরী, দ্যা বেঙ্গল মিডিয়া গ্রুপের পরিচালক এম আই রাফি, সিটিজি পোস্টের নির্বাহী সম্পাদক ইশাত মান্নান, ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল আজম সিজানের সঞ্চালনায় এই কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমেদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী জান্নাত আরা বেগম, পিআইডি চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ফটিকছড়ি উপজেলা উন্নয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আজম তালুকদার, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ফটিকছড়ি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ, সদস্য নাসির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী মোঃ আনোয়ারা বেগম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জোন চেয়ারপার্সন লাইন মোঃ আশেকুল আলম আশিক, রোটারি ক্লাব অফ চিটাগাং রেইনবোর প্রেসিডেন্ট ইলেক্ট তাসনুভা হাইদার নোভা, নগর ছাত্রলীগের উপ-সম্পাদক শেখ শরফুদ্দিন সৌরভ, চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাঈমুল হক তোফায়েল, চট্টগ্রাম মহানগর ছাত্রসমাজের সভাপতি জেনন আরিফ, সম্পাদক জিদান খানসহ প্রমুখ।
এসময় অধ্যাপক সুলতান আহমেদ বলেন, সমৃদ্ধ জাতি গঠনে বেঙ্গল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক পুরনো পত্রিকা সুসংবাদিকতার অভাবে বন্ধ হয়ে গেছে। তবে বেঙ্গল মিডিয়ার অন্তর্গত খবর বাংলা ২৪.নেট এবং সিটিজি পোস্টের সু-সাংবাদিকতা সমৃদ্ধ জাতি গঠনে ও চট্টগ্রামকে সত্যিকারের বানিজ্যিক রাজধানী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
ডাঃ শেখ শফিউল আজম বলেন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বেঙ্গল মিডিয়াকে সোচ্চার হতে হবে। দেশে ইতিবাচক পরিবর্তন আনতে এই দুইটি সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
জি এম সাইফুল ইসলাম বলেন, আমরা পিআইডির পক্ষ হতে আশা করবো বিগত দিনের ন্যায় দেশ ও জাতির না বলা কথাগুলো যেন খবর বাংলা ও সিটিজি পোস্ট বলে যায়। গুজবের বিরুদ্ধে যেন এই পত্রিকাগুলো কাজ করে।
সংবাদমাধ্যম দ্বয়ের সম্পাদক মোঃ মাহবুবুল আলম বলেন, খবর বাংলা ২৪ নেট ও সিটিজি পোস্টে এই দুইটি ওয়েব পোর্টাল তৃণমূল পাঠকের কাছে জনপ্রিয়। সমাজের নানা অন্যায়,সমস্যা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তুলে ধরছে এই পত্রিকাগুলো। সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে খবর বাংলা ও সিটিজি পোস্ট।
মিডিয়া জগতে ইতিবাচক পরিবর্তন ও দেশকে বিশ্লেষকধর্মী জাতি উপহার দেওয়ার লক্ষ্যে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম, সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত দ্যা বেঙ্গল মিডিয়া ইনিশিয়েটিভ।