ঢাকাবুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আক্ষেপের রেকর্ড গড়লেন নুনেজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালকের রাতটা ডারউইন নুনেজের জন্য ছিল চরম আক্ষেপের। লিভারপুল ফরোয়ার্ড একাই যতবার (৪) লক্ষ্যে শট নিয়েছেন ততবার বাধা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্ট। লিভারপুল চেলসির বিপক্ষে ৪-১ গোলে জিতলেও তাকে গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। ২০০৩ সাল থেকে তথ্য সংগ্রহ করতে থাকা অপ্টার তথ্য মতে, প্রিমিয়ার লিগের এক ম্যাচে কোনও খেলোয়াড়ের এতগুলো শট পোস্টে আঘাত করেনি।

নুনেজের আক্ষেপের রাতে দাপুটে ম্যাচ উপহার দিয়েছে ক্লপের দল। নুনেজ প্রথমার্ধে সাতটি শট নিলেও ২৩ মিনিটে প্রথম গোলদাতা ছিলেন ডিয়েগো জোতা। ব্র্যাডলির পাসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল কাঁপিয়েছেন। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান ব্র্যাডলি। তাতে লিভারপুলের হয়ে রাহিম স্টার্লিংয়ের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের নজির তৈরি করেছেন তিনি।

রেডদের আধিপত্য বিরতির পরও বহাল থাকে। ৬৫ নিটে সোবোসলাই এনে দেন তৃতীয় গোল। ৭১ মিনিটে চেলসির এনকুনকু একটি গোল শোধ দিলে ৮ মিনিট পর তার জবাব দেন লুইস দিয়াজ। স্কোর ৪-১ করেন তিনি।

সব প্রতিযোগিতা মিলে অ্যানফিল্ডে লিভারপুল এখনও অপরাজিত। ক্লপের বিদায়টা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটা করছে তারা। লিভারপুলের এই জয়টা আবার ক্লপের অধীনে ২০০তম। আগ্রাসী মানসিকতায় খেলে এদিন তার দল শট নিয়েছিল ২৭টি। তার মধ্যে লক্ষ্যে ছিল ১২টি। যার বেশির ভাগ ছিল নুনেজের।

২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষস্থান আরও মজবুত করেছে। এদিকে, ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। আর্লিং হাল্যান্ডের ফেরার ম্যাচে তারা বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে। জন্মদিনে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। একটি করেছেন রদ্রি।