ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৩১, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। 

নেতাকর্মীরা বলেন, তারা মঙ্গলবার সকালে মিছিল শুরু করেন। পরে মিছিলটি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘড়ী বাজার এলাকার সড়কে উঠতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বলেন, আমরা বিএনপির অফিস থেকে মিছিল বের করে মহাসড়কে উঠতে চেয়েছিলাম। পুলিশ আমাদের উঠতে দেয়নি। ভেতরের রাস্তায় রাখছে। অসংখ্য পুলিশ ছিল তারা ব্যারিকেড দিছে কোনোভাবে ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠতে দেয়নি। পুলিশ সবাইকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এরপর আমরা সংক্ষিপ্ত সমাবেশ করে অনুষ্ঠান শেষ করেছি।

এসময় রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, সাবেক ছাত্রদল সভাপতি আনোয়ার পাশা নিপুসহ রাজাপুর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, একটি হাইওয়েতে রাজনৈতিক প্রোগ্রাম করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগে। তারা আগে কোনো অনুমতি নেয়নি। একটি হাইওয়ে তারা বন্ধ করতে পারে না। পুলিশ জনস্বার্থে জনদুর্ভোগ লাগবের জন্য তাদেরকে হাইওয়েতে সমাবেশ করতে দেয়নি।