ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌকায় ভোট দেওয়ায় ভাইবোনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৯, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে নৌকায় ভোট দেওয়ায় ভাইবোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। দুই জনকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলে হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তার বড়বোন আমিরন বেগম (৫৫)।

স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিরাজ সরদার ও তার বড় বোন আমিরন বেগম। মাঝপথে আগে থেকে ওতপেতে থাকা প্রতিপক্ষ শাজাহান সরদার ও তার লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ সময় দুই জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

আহত অবস্থায় প্রথমে দুই জনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর ঢাকা মেডিক্যালে। দুই জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতের বড় ভাই রেজাউল হক সরদার বলেন, আমরা নৌকায় ভোট দিয়েছিলাম। সংসদ নির্বাচনে নৌকা হেরে যায়। এরপর থেকে বিজয়ীদের লোকজন আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। আগে থেকে পরিকল্পনা মোতাবেক আমার ভাইবোনের ওপর শাজাহান ও তার লোকজন হামলা চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত শাজাহান সরদার পালিয়ে যাওয়ায় তার বক্তব্যও পাওয়া যায়নি।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, আহত দুই জনের শরীরের বড় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রসঙ্গত, আহত মিরাজ ও তার বড় বোন আমিরন মাদারীপুর-০৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত সংসদ সদস্য প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থক। অপরদিকে অভিযুক্ত শাজাহান সরদার বিজয়ী ঈগল প্রতীকের তাহমিনা বেগমের কর্মী।