ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসির মামলা চট্টগ্রাম-১০ আসনের এমপির বিরুদ্ধে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি অনুদানের চেক বিতরণ করায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের ডবলমুরিং থানার নির্বাচনী কর্মকর্তা এ মামলা করেন।

এর আগে গেলো ৫ জানুয়ারি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১০ (খুলশী-ডবলমুরিং-পাহাড়তলী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছিলো নির্বাচন কমিশন ।

মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ইসিতে টাকা বিলির অভিযোগ করেছিলেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম।

সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬—এই আটটি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এই আসনে ভোটার ৪ লাখ ৮৫ হাজার। এবার নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দিতা করেছেন ১০ জন প্রার্থী।