মতবিনিময়ে সভাপতিত্ব করেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।
নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত যাতে কোনও শিক্ষার্থী ঝরে না পড়ে।
শিক্ষার প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যেকোনও অসঙ্গতি বা অভিযোগ সরাসরি উচ্চপর্যায়ের নজরে না এনে সংশ্লিষ্ট দফতরপ্রধানদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করা হবে। সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হয় না।
শিক্ষার তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করারও আহ্বান জানান তিনি।
মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দফতর সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।