ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের ঘোষণা,আনুষ্ঠানিকতা জঙ্গলে!

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৪, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই শোবিজে বিয়ের ধুম লেগেছে। একদিনের ব্যবধানে তিনটি বিয়ের খবর এসেছে প্রকাশ্যে। শুরুটা হয়েছে শুক্রবার (১২ জানুয়ারি) অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে দিয়ে। লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সেদিন রাতেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন টিভি তারকা ফারহান আহমেদ জোভান। শোবিজের বাইরের এক তরুণীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছেন তিনি।

একদিন পর ফের নতুন বিয়ের ঘোষণা। এবারের তারকা নাজিয়া হক অর্ষা। স্পষ্ট ভাষায় জানালেন, তিনি বিয়ে করেছেন। আর তার বর মোস্তাফিজুর নূর ইমরান। তিনিও অভিনেতা হিসেবে সুনাম কুড়িয়েছেন।

বলা দরকার, দুজনার মধ্যকার চলমান প্রেম-বিয়ের আঁচ মিলছিল অনেক আগে থেকেই। সেটিই এবার আনুষ্ঠানিক মোড়কে ঘোষণা দিলেন অর্ষা।

রবিবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দুজনের বিবাহোত্তর ফটোশুটের কিছু ছবি পোস্ট করেন অর্ষা। যেখানে দেখা যাচ্ছে, প্রকৃতির কোলে বর-কনে সেজেছেন ট্র্যাডিশনাল আবহে। জলে-জঙ্গলে গিয়ে বিয়ের এমন অদ্ভুত আয়োজন সচরাচর মেলে না। যদিও এটি কোন অঞ্চলে বা দেশে সেটি জানাননি দম্পতি। তবে ছবির সঙ্গে লেখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে বিবাহিত।’