ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন খেলায় নেমেছি এবার : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনের খেলা শেষ হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা নির্বাচনের খেলা শেষ করেছি। এবার শুরু হবে আমাদের খেলা। আমরা এখন নতুন খেলায় নেমেছি।

বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

নতুন খেলার ব্যাখ্যা দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন খেলা হবে রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এবার খেলা হবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবার খেলা হবে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে প্রমাণ হয়েছে—বিএনপি ভুয়া, তাদের এক দফা ভুয়া। বিএনপির বর্তমান ভুয়া, ভবিষ্যৎও ভুয়া। তাদের কোনও ভবিষ্যৎ নেই, চারদিকে শুধুই অন্ধকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা আজকের মঞ্চ আলোকিত করেছেন। পঞ্চমবারের মতো আওয়ামী লীগ পার্টি লিডার অব হাউজ নির্বাচিত করেছে। তিনি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। তিনি বাংলাদেশে রূপান্তরের রূপকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাহক। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। আমাদের আশার বাতিঘর। আমাদের সাহসের সোনালি ঠিকানা। তিনি আমাদের দুরন্ত সাহস ও শৌর্য-বীর্যের প্রতীক।