ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বস্তি খুঁজে নিলো ম্যানইউ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৯, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কোনও দিক দিয়েই স্বস্তিতে ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেই তারা ছিটকে গেছে। বাদ পড়েছে লিগ কাপ থেকেও। ইংলিশ প্রিমিয়ার লিগে তো রীতিমত ধুঁকছে। যেখানে তাদের অবস্থান অষ্টম! এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এফএ কাপ। তৃতীয় রাউন্ডে উইগান অ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। তৃতীয় সারির দল উইগানের বিপক্ষে দুই অর্ধে একটি করে গোল করেছেন ডিওগো দালত ও ব্রুনো ফার্নান্দেস।

আক্রমণে শুরু থেকে এগিয়ে ছিল টেন হাগের দল। মোট ৩৩টি শট তারা নিয়েছে। যার মধ্যে লক্ষ্যে ছিল ১৪টি। বিপরীতে উইগানের শট ছিল ৯টি। ম্যানইউর হয়ে র‌্যাশফোর্ডই চেষ্টা করেছেন আটবার। তার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। ফলে আরও গোলের সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। একটা সময় গোল হয়েছে মনে করে র‌্যাশফোর্ডও উদযাপন করতে বসেছিলেন। কিন্তু গোললাইন থেকে সেটি ক্লিয়ার করে তাকে হতাশ করেন স্যাম টিকল।

ম্যাচের পর সুযোগ হাতছাড়া নিয়ে আক্ষেপ ঝরেছে ম্যানইউ কোচ টেন হাগের কণ্ঠে, ‘অবশ্যই আমাদের গোল করার আরও সুযোগ ছিল। প্রথমার্ধেই ৫-৬টি ভালো সুযোগ তৈরি করেছিলাম। ফলে আমরা আরও গোল পেতে পারতাম। কিন্তু গোল করতে না পারলেও মনোযোগটা ধরে রাখা কর্তব্য। মনে হয় সেটা আমরা করতে পেরেছি।’