ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৯, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় বিএনপি সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) চান্দগাঁও থানার এসআই সুমিত বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে রবিবার সকাল থেকে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়ের আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনের সড়কে বিএনপি সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নওশাদ আল জাসেদুর রহমান ও চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতি আবদুর রহমান আলফাজসহ ৪৫ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, নাশকতা ঠেকাতে সরকারি সম্পত্তি এবং নিজেদের জানমাল রক্ষার্থে বিজিবি, র‌্যাব এবং পুলিশের পক্ষ থেকে প্রায় ৩০০ রাউন্ড (শর্ট গান), চাইনিজ রাইফেলের ১২ রাউন্ড, গ্যাস গান ৫ রাউন্ড গুলি করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘নির্বাচন বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ভোটকেন্দ্রের দরজা-জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে, নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি নেতারা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

সোমবার (৮ জানুয়ারি) বিবৃতিতে নেতারা বলেন, বিএনপির ডাকা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে সরকার। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাদেরকে ধারাবাহিকভাবে গ্রেফতার করছে। বর্তমান সরকার বিএনপির নেতৃত্বে চলমান একদফার অসহযোগ আন্দোলনে ভীত হয়ে পড়েছে। তাই মধ্যরাতের ভোট ডাকাত সরকার পুলিশকে দিয়ে বিএনপি নেতা আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহসহ শত শত নেতাকর্মীকে আসামি করে উদ্ভট মামলা করেছে। অথচ ওই দিন এই দুই নেতা কর্মসূচিতেও ছিলেন না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা পরিকল্পিত ও মিথ্যা। সরকারের লোকজন পরিকল্পিতভাবে একেকটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে কব্জায় নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে আছে। এখন আইন আদালত, প্রশাসন, পুলিশ সবকিছুই শেখ হাসিনার হুকুমের দাসে পরিণত হয়েছে।