বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত প্যাসিপিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনএসটি ফ্যাশনের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ চলে সাড়ে ১০টা পর্যন্ত। পরে মালিকপক্ষের চার হাজার টাকা করে বেতন বৃদ্ধির আশ্বাসে কাজে ফেরেন আন্দোলনরত শ্রমিকরা।
নুরুল আলম নামে ওই কারখানার এক শ্রমিক অভিযোগ করে বলেন, ‘৫-৬ বছর ধরে এখানে যারা কাজ করছেন তারা ৯ হাজার ১শ’ টাকা বেতনে কাজ শুরু করেন। কর্মরতদের বাৎসরিক ইনক্রিমেন্ট হতে হতে এখন বেতন ১৩ হাজার ৫শ’ বা ১৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। কিন্তু সরকার সম্প্রতি নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। এরপর পুরনোদের বেতন বাড়ানো হয়েছে মাত্র ১ হাজার টাকা। অপরদিকে নতুন যেসব কর্মচারী কাজে যোগ দিচ্ছেন তাদের বেতন আমাদের বেতনের প্রায় সমান। পুরনো শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে এ আন্দোলন হচ্ছে।’
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বলেন, ‘বেতন নিয়ে শ্রমিকদের কিছু দাবি ছিল। শ্রমিক-মালিক দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। সব শ্রমিক কাজে ফিরেছেন।’
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘নতুন বেতন কাঠামোতে পোশাক কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী প্রতিষ্ঠানটির শ্রমিকরা কিছু দাবি জানিয়েছিল। পরে মালিক পক্ষ বসে তা সমাধান করে।’