ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির দুইটি কেন্দ্রে পড়েনি একটি ভোটও

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৭, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে সকাল থেকে ২১৩টি কেন্দ্রে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে ২১৩ কেন্দ্রের মধ্যে জেলার বাঘাইছড়ির দুটি কেন্দ্রে কোনও ভোট পড়েনি।

সূত্রে জানা গেছে, কেন্দ্র দুটি হচ্ছে বাঘাইছড়ির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রবিবার (৭ জানুয়ারি) ৭টার দিকে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩১৯২ জন, যার মধ্যে পুরুষ ১৬৫১, মহিলা ১৫৪১। কেন্দ্রে সাতটি বুথ ছিল। এরমধ্যে পুরুষ চারটি, মহিলা তিনটি বুথ ছিল। সকাল থেকে আমরা ভোটারের অপেক্ষায় ছিলাম। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনও ভোটার আসেনি। কোনও প্রার্থীর পোলিং এজেন্টও ছিলেন না কেন্দ্রে।

রাঙামাটির সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

রাঙামাটির আঞ্চলিক দল ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা এবং হলিসর্টি কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট প্রদানে বাধার অভিযোগ ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে।

এই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসান শিরিন আক্তার বলেন, ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারবো না। অপেক্ষা করুন।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একতরফা প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে পাহাড়ের বাসিন্দারা তা বর্জন করেছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ এ কথা জানান।