ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৭, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর এখন পর্যন্ত জেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি কম রয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, যথানিয়মে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে।

জানা গেছে, চট্টগ্রামে এবার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।

চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটগ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।