ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ জানুয়ারি জনসাধারণকে স্বেচ্ছায় ‘প্রতিবাদী লকডাউন’ পালন করার আহ্বান এবি পার্টির

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৫, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে দেশ ও জাতির জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এদিন (৭ জানুয়ারি) জনসাধারণকে সকাল-সন্ধ্যা নিজ নিজ ঘরে অবস্থান করে স্বেচ্ছায় ‘প্রতিবাদী লকডাউন’ পালন করার আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় পল্টন এলাকার জনসাধারণ ও পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিলি করার সময় এ আহ্বান জানান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

গতকাল বৃহস্পতিবার এবি পার্টির কর্মসূচিতে হামলা ও প্রচারপত্র পুড়িয়ে দেওয়া’র প্রতিবাদে তারা এ প্রতিবাদী কর্মসূচি পালন করে।

প্রতিবাদ কর্মসূচিতে মঞ্জু বলেন, জোর জুলুম করে নির্বাচন এবং গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা ইতিহাসে নতুন কোনও ঘটনা নয়। কিন্তু ইতিহাস বলে অন্যায় জুলুমের বিরুদ্ধে সবসময় একদল সংগ্রামী লোক বুক টান টান করে দাঁড়িয়েছে। সংগ্রামী লোকদের জন্যই সকল স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেয়েছি আমরা।

দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ৭ তারিখে একজনের ভোটেই সব নির্ধারিত হচ্ছে। জনগণের ভোটের কোনও অধিকার নেই। ডামি প্রার্থী, ডামি রাজনৈতিক দল শুধু নয়, এখন ডামি ভোটারের আয়োজন চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।