ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ জানুয়ারি গণকারফিউ দেয়া হোক : ফারুক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৪, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

জনগণ প্রত্যাশা করছে আগামী ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন বর্জনের দাবিতে গণকারফিউ কর্মসূচি দেয়া হোক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহুইপ জয়নাল আবদিন ফারুক।

তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিলেন সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ১৫ই ফেব্রুয়ারি গণকারফিউ কর্মসূচি পালন করা হবে। আজকে বিএনপির মতো বড় দলকে বাহিরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারি ও গণকারফিউ কর্মসূচি  দেয়া হোক।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ডামি নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল ভাই আর ডামি। এখন বলা শুরু করেছে ৪ পুত্রের নির্বাচন নৌকা, ট্রাক, ঈগল আর পালক পুত্রের লাঙ্গল। তাই আমরা মনে করি দেশে গণতন্ত্র ফেরানোর জন্য এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এই আন্দোলন ইনশাল্লাহ চলবে সরকার বাধ্য হবে একদলীয় ডামি নির্বাচন বাতিল করতে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,’বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে।

এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট,তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎসজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।