ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারো সবাইকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল ইতিহাসের সেরা গোলদাতার তালিকায় অনেক আগে থেকেই সবার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছর ফুটবল বিশ্বকাপের আগে সাংবাদিক পিয়ার্স মরগানের কাছে সাক্ষাৎকারের পর ইউরোপ থেকে বিদায় নিতে হয়েছে তাকে। আবার বিশ্বকাপেও খুব বেশি ছন্দে ছিলেন না। ফলাফল হিসেবে বেঞ্চে ছিলেন। এর খেসারতও দিয়েছে পর্তুগাল।  

সেসময় থেকে খানিক দুরাবস্থা পার করলেও সেখান থেকে দ্রুতই নিজেকে মুক্ত করেছেন রোনালদো। গোল করাই ছিল তার নেশা। সেই কাজটাই করে গেলেন পুরোটা বছরজুড়ে। তারকায় ঠাসা সৌদি প্রো লিগে একের পর এক গোল করেছেন এই তারকা। ৩৮ বছরের বুড়ো রোনালদো চলতি বছরে করেছেন ৫৩ গোল। পেছনে ফেলেছেন হ্যারি কেইন আর কিলিয়ান এমবাপের ৫২ গোলের টালিকে।

প্রতিদ্বন্দ্বী একজন ছিলেন বটে রোনালদোর জন্য। তিনি আর্লিং হালান্ড। করেছিলেন ৫০ গোল। চলতি বছর হালান্ডের সামনে ছিল আর একটিমাত্র ম্যাচ। রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নামবে ম্যানচেস্টার সিটি। তবে সেই ম্যাচে থাকছেন না হালান্ড। আর এই খবর নিশ্চিত করেছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা নিজেই।

এমবাপে এবং হালান্ডের বছরের শেষ দুই দিনে খেলার সুযোগ নেই। তারউপর রোনালদো আজ রাতেই সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবেন। এ ম্যাচে গোল করলে নিজেকে আরও খানিকটা ওপরে নিয়ে যাবেন রোনালদো।

অবশ্য এমন কীর্তি এবারই প্রথম না রোনালদোর জন্য। এর আগেও এমন কীর্তি গড়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাবে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৫ বার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো।

২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছিলেন রোনালদো। প্রায় ৭ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে আবার শীর্ষ গোলদাতা হচ্ছেন সিআরসেভেন।