ঢাকাশনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোট বর্জনের আহ্বান অতঃপর গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভোট বর্জনের আহ্বান করে গণসংযোগকালে পুলিশের বাধা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশ অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে। ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ মতিঝিল থেকে ধূপখোলা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি ছিল গণতন্ত্র মঞ্চের।

গণতন্ত্র মঞ্চ থেকে অভিযোগ করা হয়— সমাবেশে বক্তব্য শেষে মঞ্চের নেতারা মিছিল শুরু করতে গেলে পুলিশ বাধা দেয় ও হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এর পূর্বে সমাবেশস্থলে আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মিছিলে কয়েক দফায় বাধা দেয় ও ব্যানার কেড়ে নেয়।

পুলিশের বাধার প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার একটা ডামি নির্বাচন আয়োজন করতে পুলিশ, প্রশাসনকে দলীয় অঙ্গসংগঠনের মতো ব্যবহার করছ। পুলিশ-গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ এখন জনগণকে জোর করে ভোট কেন্দ্রে নিতে চায়।

তারা বলেন, স্বৈরাচারের ঐতিহাসিক পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। অবিলম্বে সংসদ ভেঙে দিন। সকল দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবিধানের ১২৩(৩)-এর (খ) অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করুন। অন্যথায় দেশকে ভয়াবহ সংকট থেকে উদ্ধার করা যাবে না।