ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি বের করেছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। মগবাজার ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হবে এই র‌্যালি।

এর আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করতে দুপুর ১২টা থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে ফকিরাপুল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত তারা বিভিন্ন ব্যানার হাতে অবস্থান নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানসহ সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।

র‍্যালি উপলক্ষে পিকআপ ভ্যানে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেই মঞ্চ থেকে কে কোন স্থানে অবস্থান নেবেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সকলকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার অনুরোধ করা হয়।

র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

তারা বলেন, ‘ডামি নির্বাচনে ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে কে কোন আসন থেকে এমপি হবেন। এর জন্য জনগণের দুরাবস্থার সময় কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনও মানে নেই।’

তারা আরও বলেন, ‘আমাদের র‍্যালি করার কোনও অনুমতি দেওয়া হয় নাই। অনুমতি নিয়ে পুলিশ টালবাহানা করেছে। তারপরও মাত্র এক ঘণ্টার মধ্যে এই নয়া পল্টন এলাকা লোকে-লোকারণ্য হয়ে গেছে।’

এদিকে বিএনপির র‍্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশের অবস্থান সম্পর্কে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানী বাংলা ট্রিবিউনকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে। বিএনপি তাদের কর্মসূচি পালন করবে। আমরা আমাদের মতো পরিস্থিতি কন্ট্রোলে রাখবো।