ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি : বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১০, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর লালন পালন করে। এরা দুর্নীতিবাজ ও আগুনসন্ত্রাসী। এরা মানুষকে পুড়িয়ে মেরে আন্দোলনের সফলতা দেখার চেষ্টা করে। যে মানুষের জন্য আমাদের রাজনীতি, সে মানুষ যদি হয় হত্যার টার্গেট, তবে তাদের সে রাজনীতিকে ধিক্কার জানাই। তিনি বলেন, ‘এই নীতিতে যারা আন্দোলন সংগ্রাম করে, তাদের আন্দোলন সংগ্রাম কখনোই সফল হবে না। অশুভ রাজনীতি ও অশুভ তৎপরতার কারণে তারা অস্তিত্বহীন হয়ে পড়েছে।’

রবিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নারীদের সৃজনশীল রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাত অনেক সুদৃঢ় হয়েছে। একমাত্র পুরুষরাই সব পারে— এ বিশ্বাস ভুল প্রমাণ করে দেশরত্ন শেখ হাসিনা নারী নেতৃত্ব, নারী জাগরণ ও ক্ষমতায়নে অনন্য অসাধারণ দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন, নারী এবং পুরুষ সবাই মিলে একটি দেশ ও একটি জাতিকে কীভাবে স্বাবলম্বী করতে হয়। কীভাবে একটি জাতিকে এগিয়ে নিয়ে বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে হয়। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় হলেন দেশরত্ন শেখ হাসিনা। তার এই জনপ্রিয়তায় বলিয়ান হয়ে বাংলাদেশ আরও উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ও আনন্দে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে. তার ব্যবস্থা আমরা করবো। আমরা বিশ্বাস করি,  আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ভোটে আমরা কোনও অনিয়মের আশ্রয় নেবো না। কেউ যদি অনিয়ম করতে চায়, আমরা তাকে রুখে দেবো। কারণ, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমাদের নেত্রী চান অবাধ সুষ্ঠু নির্বাচন। যাতে উৎসবমুখরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নিতে চান। কোনও ভুয়া, মিথ্যা নির্বাচনের মাধ্যমে তিনি দায়িত্ব নিতে চান না। তিনি আদর্শবান, সৎ এবং সাহসী।’

উপস্থিত নারী নেত্রীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা হলেন মায়ের জাতি, আপনাদের কীভাবে সম্মান করতে হয়, সে দীক্ষা আমাদের প্রিয় নেত্রী আমাদের দিয়েছেন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবো। ভোট চেয়ে বিনয়ের সঙ্গে তাদের খুশি করে ও উৎসাহিত করে ভোটকেন্দ্রে এনে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করবো। ইতোমধ্যে আপনারা অনেকেই কাজ করতে শুরু করেছেন। কঠোর পরিশ্রম করছেন। আপনাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা বিজয়ী হবো। ১৮ তারিখের পর আমরা আনুষ্ঠানিকভাবে সবার কাছে ভোট প্রার্থনা করবো।’

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সভাপতিত্বে ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।