ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাসে কাটানো শীতের সন্ধ্যা

আফসানা আফরিন | সিটিজি পোস্ট
নভেম্বর ২৮, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অধিকাংশ ছাত্রছাত্রীদের জন্য তাদের ক্যাম্পাস টা হয়ে উঠে তাদের বাড়ি। দূর-দূরান্ত থেকে আসা অনেক ছাত্র-ছাত্রী এই ক্যাম্পাসকেই আপন করে নেয়। আর যখন ক্যাম্পাসে শীতের আগমন হয় তখন তা যেন একটু বেশিই প্রিয় হয়ে উঠে সবার কাছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীতের আগমন নভেম্বর থেকে শুরু হলেও জানুয়ারি তে পড়ে হাড়কাঁপানো শীত। এই সময় টা ক্যাম্পাস থাকে ভীষণ উৎসবমুখর। নবীনদের আগমনে চারপাশ মুখরিত হয়ে থাকে,স্টেশন এ সন্ধ্যা থেকে রাত অব্দি গানের আসর বসে,সবাই মেতে থাকে আড্ডায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তাহমিদ রাহাত খান তামিম শীতের ক্যাম্পাস সম্পর্কে তার চমৎকার কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, “যেহেতু ছোট বেলা থেকে আমার বেড়ে উঠা ঢাকা শহরে তাই আমি শীতকালের সৌন্দর্য দেখতে পাই নি। যা এখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে দেখতে পাচ্ছি। এই ক্যাম্পাসে গ্রামীণ পরিবেশের এক চমৎকার আবহাওয়া আছে যেটা ঢাকা তে ছিল না বললেই চলে। এছাড়া ও শীতকালে ক্যাম্পাসে আমরা সবাই মিলে রাতে বারবিকিউ পার্টি করি,গান বাজনা করি,ব্যাডমিন্টন খেলি এই জিনিস গুলো আমার কাছে ভালোই লাগছে। হয়তো এই সময় গুলো আমাদের চোখের পলকেই শেষ হয়ে যাবে কিন্তু স্মৃতি তে রয়ে যাবে সারাজীবন। ” কিন্তু এইবারের শীতকাল নবীনদের জন্য আনন্দের হলেও প্রবীণদের জন্য যেন বিষাদের। এইবারের শীতকাল যেন প্রবীণদের স্মরণ করিয়ে দিচ্ছে এই ক্যাম্পাসে তাদের সময় ফুরিয়ে এসেছে। এই ব্যাপারে বাংলাদেশ স্টাডিজ এর মাস্টার্সের শিক্ষার্থী মিরজানা আফরিন জানান, “শুরু টা সবার জন্য আনন্দের হলেও শেষ টা সবার জন্যই দুঃখের। ঠিক আমার জন্য ও তাই। ক্যাম্পাস টা আমার জন্য এক প্রকার আবেগের জায়গা। বিশেষ করে ক্যাম্পাসের শীতকাল টা একটু বেশিই প্রিয়। এই সময় টা আমরা খুব আনন্দের সাথে কাটাই। যদিও শীতের সকালে ক্লাসে যাওয়ার অভিজ্ঞতা টা তিক্ত ছিল কিন্তু এখন এই শেষ সময়ে এসে বার বারই মনে হচ্ছে সেই তিক্ত সময় গুলোই যেন ভালো ছিল।” অন্যদিকে ক্যাম্পাসে সদ্য আগত নবীন শিক্ষার্থীদের চোখে এই ক্যাম্পাস হয়ে উঠেছে সর্গ। এই অচেনা ক্যাম্পাসে তাদের আগমন শীত দিয়েই শুরু। এই সম্পর্কে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরিক রহমান বলেন,” আসলে এবার আমার ফার্স্ট টাইম ক্যাম্পাসে শীতের সময়, সে হিসেবে খুবই আগ্রহ ও উত্তেজনা ছিল আগে থেকেই। এমনিতেই আমাদের ক্যাম্পাসে গাছ পালা অনেক বেশি, তাই শীত,কুয়াশা ও খুব ভালো উপভোগ করা যায় এমন পরিবেশে। সকালে ক্লাসে আসার সময় প্রথম উপভোগ করি ক্যাম্পাসে একটি শীতের সকাল। কুয়াশার চাদর তেমন ভারী হয় নি, কারণ শীত এখনো পুরো পুরি আসে নি। তাও রাস্তার দুপাশে গাছগুলো ও পিছনের বন কে মনে হচ্ছিল আলাদা একটা পৃথিবী। আর বিশেষ করে ক্যাম্পাসের শীতের সন্ধ্যায় আলাদা একটা ভালো লাগা কাজ করে।”

 

শীতকাল সবারই ভালো লাগার একটা ঋতু। কিন্তু এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবন ও যেন পরিবর্তন হয়ে যায়। কেউ চলে যায়,কেউবা আসে নতুন করে,নতুন সাজে। নবীন – প্রবীণের মিলন মেলায় ক্যাম্পাস গুলো থাকে মুখরিত।

ছবি: ফজলে রাব্বী আকাশ