ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে : নুর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৭, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করছে। নাম সর্বস্ব দল যাদের নেতা নেই, কর্মী নেই— তারা আজ  নির্বাচন করছে। আবার বিরোধী দলও হতে চায়। তিনি বলেন, ‘দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখনই সময়, কারা দেশপ্রেমিক আর  কারা দালাল সেটা চিহ্নিত করার।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর সপ্তম দফায় ডাকা  ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (২৭ নভেম্বর) পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন, নাইটিঙ্গেল মোড়, বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

মিছিল শেষে সমাবেশে নুর বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব, ফেরদৌস কীভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়? দুঃখজনক ও দুভার্গ্য সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য শ্রেফ আওয়ামী লীগের নগ্ন দালালি করছে ও ব্যবহৃত হচ্ছে।’

জনগণের আস্থা রাখার মতো একটা প্রতিষ্ঠানও রাখেনি মন্তব্য করে নুর বলেন, ‘সব জায়গায় দৃর্বত্তায়ন, দলীয়করণ করেছে। বিচার বিভাগ আজকে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি অবিচার করছে। আইজিপির ভাই, প্রধান বিচারপতির ভাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছে।’

নুরুল হক নুর বলেন, ‘জনগণকে বলবো, হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীর বহু দেশে স্বৈরাচাররা শাসন করেছে, আবার নির্মম পতনও হয়েছে। সরকার কম্বোডিয়া-মার্কা নির্বাচন করতে চাচ্ছে। বাংলাদেশে কম্বোডিয়া-মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ সেই নির্বাচনকে নির্বাসনে পাঠাবে। প্রশাসনের ভাইদের বলবো, খেলা চলছে ফ্যাসিবাদ বনাম জনগণ। আপনারা এর মধ্যে আসবেন না।’

মিছিলে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।