ঢাকাবৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের জামিন শুনানি দুপুরে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২২, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ  বুধবার। এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বেলা ২টা ৩০মিনিটের  দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল সাংবাদিকদের জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরর জামিন শুনানি  দুপুর ২ টা ৩০মিনিটে  ঢাকা মহানগর দায়রাজজ আদালতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞ ভারপ্রাপ্ত বিচারক জনাব ফয়সাল আতিক বিন কাদের শুনানি করবেন। 

এর আগে গত ২০শে নভেম্বর মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য থাকলেও মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।

গত ২৯শে অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পর দিন প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এরপর থেকে কারাগারে আছেন তিনি।