অভিনয় জগতে নুসরাত ইমরোজ তিশা বেশ আলোড়ন তৈরি করে রেখেছেন। এইবার এই অভিনেত্রী কে প্রথমবারের মতো দেখা যাবে তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে।
নেটিজিন দের কাছে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা বেশ জনপ্রিয় জুটি। ২০১০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিচ্ছেদের দুনিয়ায় তারা এখনো কি করে এতো বছর একসঙ্গে আছেন তাই দেখেই অবাক নেটিজিনরা। নুসরাত ইমরোজ তিশা তার অভিনয় জগতে বেশ খ্যাতি অর্জন করেছেন। বিশেষ করে ”থার্ড পার্সন সিংগুলার নাম্বার ”, ”ডুব”, ”হালদা” সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে “জাতীয় চলচ্চিত্র পুরস্কার” অর্জন করেছেন। এইবার
খুব শীঘ্রই চরকি-তে আসছে মিনিস্ট্রি অফ লাভ-এর প্রথম Chorki Original Film ‘Something Like An Autobiography’। ফিল্মটি নির্মানের পাশাপাশি নুসরাত ইমরোজ তিশা’র সাথে অভিনেতা হিসেবে প্রথমবারের মতো স্ক্রিনে আসছেন মোস্তফা সরয়ার ফারুকী। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ২০২৩ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী রোমান্টিক চলচ্চিত্র। রেদওয়ান রনির প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি সহ-প্রযোজনা করেছেন আনা কাচকো, ফিল্ম বাজারের সাবেক প্রধান নিনা লাথ, নুসরাত ইমরোজ তিশা এবং ফারুকী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। চরকি প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ এর ১২টি সিনেমার মধ্যে এটি একটি। সংগীত পরিচালনা করছেন পাভেল অরিন। ঠিক কবে সিনেমা টি রিলিজ হবে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু না জানালেও তবে খুব শীঘ্রই সিনেমা টি রিলিজ হওয়ার আবাশ পাওয়া যাচ্ছে।