ঢাকামঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরো একবার আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৭, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আরো একবার আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার। কলকাতার ইডেন গাডের্নে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১২ করেও দারুণ বোলিং করেছিল প্রোটিয়া। এক পর্যায়ে ১৯৩ রানে সাত উইকেট হারিয়ে বসে অজিরা। তখনই মার্করামের বলে উইকেটের পেছনে সুযোগ পেয়েছিলেন কামিন্সের ক্যাচ নেওয়ার। ডি কক তা তালুবন্দি করতে পারেননি। এই সুযোগ কাজে লাগিয়ে অষ্টম উইকেটে ২২ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

তিন উইকেটের এ জয়ে আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন মিলার। তাছাড়া ৪৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।

জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তাদের হয়ে সর্বোচ্চ ৬২ রান এসেছে ট্রাভিস হেডের ব্যাট থেকে।

তাছাড়া ৩০ রান করেছেন স্মিথ। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন জেরাল্ড কোয়েটজে ও তাবরাইজ শামসি।