ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিজভীর নেতৃত্বে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৫, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শাহবাগ থেকে শেরাটন সড়কে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন, বিক্ষোভ মিছিল করেন।

এরপর সকাল সোয়া ৭টায় প্রেসক্লাবের সামনে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন রুহুল কবির রিজভী।

শাহবাগে বিক্ষোভ মিছিল শেষে রিজভী বলেন, এই অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সে জন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনও প্রহসন মেনে নেবে না।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের হাতে আর কোনও অপশন নেই। তালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনও ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডা. আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুনা, পিয়ারা মোস্তফা, পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।