ঢাকামঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারাদিন ঢাকাতেই ব্যস্ত সময় কাটিয়েছেন পিটার হাস, দিল্লিতে নয়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১০, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দিল্লিতে নয়, সারাদিন ঢাকাতেই ব্যস্ত সময় কাটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। একাধিক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন এফ ইবেলি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে পাঠানো প্রথম বার্তায় দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেয়ার কোনো পরিকল্পনা ছিল না। পরবর্তীতে শক্তি ফাউন্ডেশনের শুক্রবারের একটি কর্মসূচিতে পিটার হাসের উপস্থিতি সংক্রান্ত সচিত্র বার্তা শেয়ার করেন মুখপাত্র। তাতে দেখা যায় শুক্রবার গুলশান সোসাইটি লেক এলাকায় ‘ঢাকা ফ্লো’ আয়োজিত ‘ফেস্টিভ্যাল ফর ইয়োগা এন্ড ওয়েলনেস প্রোগ্রাম’ এ গেছেন পিটার হাস। ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিঅ্যাডভানটেজ উইমেন’ নামক সংস্থাটি তাদের ফেসবুক পেজে পিটার হাসের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, পিটার হাস এই সংস্থার স্টল ঘুরে দেখছেন।

নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের ডাকে পিটার হাসও অংশ নিয়েছেন বলে দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম রিপোর্ট প্রকাশ করে। ব্লিঙ্কেন দিল্লি পৌঁছার  আগেই পিটার হাস সেখানে পৌঁছেছেন বলে গণমাধ্যমগুলো প্রচার করে। এসব রিপোর্ট শেয়ার করে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হলে পিটার হাস দিল্লিতে নয়, ঢাকায় রয়েছেন বলে নিশ্চিত করা হয়।