ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিহত সেনাদের বীর্য রেখে দিচ্ছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৯, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হামাসের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাদের বীর্য সংরক্ষণ করে সেগুলো রেখে দিচ্ছেন ইসরায়েলিরা। মরদেহ থেকে বীর্য সংগ্রহ করে রাখার বিষয়টি ইসরায়েলে বৈধ। যদি কোনো স্ত্রী তার স্বামীর বীর্য সংগ্রহ করে রাখতে চান— তাহলে খুব সহজেই তা তিনি করতে পারেন।

তবে কোনো বাবা-মা যদি তাদের মৃত ছেলের বীর্য সংগ্রহ করতে চান তাহলে পারিবারিক আদালতের কাছ থেকে অনুমতি নিতে হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ টাইমস বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, পারিবারিক আদালত থেকে অনমুতির যে বাধ্যবাধকতাটি ছিল— সেটি অস্থায়ী সময়ের জন্য শিথিল করে দেওয়া হয়েছে। আর বিষয়টি শিথিল করে দেওয়ায় অনেক ইসরায়েলি তাদের মৃত ছেলে বা স্বামীর বীর্য রেখে দিচ্ছেন।

হারেৎজের তথ্য অনুযায়ী, গত মাসে ৩৩ সেনা ও ৪ বেসামরিক ইসরায়েলির বীর্য সংগ্রহ করা হয়েছে।

হামাসের সঙ্গে যুদ্ধ বাধার পর ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশেষ ইউনিট তৈরি করেছে। এই ইউনিটটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও চারটি হাসপাতালের সঙ্গে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ  করছে।

যখনই কোনো ইসরায়েলি সেনা নিহত হচ্ছে তখনই ইউনিটটি তার স্ত্রী বা পরিবারকে অবহিত করছে—  তারা চাইলেই মৃত সেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে চাইলে বীর্য রেখে দিতে পারবে।

কেউ মারা গেলে— মৃত্যুর সময় থেকে ২৪ ঘণ্টার মধ্যে বীর্য সংরক্ষণ করতে হয়। এরপর এটি ডিম্বানুতে কাজে লাগানো হয়। তবে এক ইসরায়েলি চিকিৎসক জানিয়েছেন, মৃত্যুর কয়েকদিন পরও মৃতদেহ থেকে বীর্য সংরক্ষণ এবং সেটি কাজে লাগানো যায়।