ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধের আহ্বান জানানোর ছয়মাস পর মাস্ক নিজেই এখন সেই প্রযুক্তি এক্সে যোগ করতে যাচ্ছেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৯, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্স (সাবেক টুইটার) এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর তৈরি বট “গ্রক” ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধের আহ্বান জানানোর ছয়মাস পর মাস্ক নিজেই এখন সেই প্রযুক্তি এক্সে যোগ করতে যাচ্ছেন।

রবিবার (৫ নভেম্বর) টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ “এক্সএআই” যোগ করবেন তিনি।

অথচ ছয়মাস আগে মাস্কসহ আরও কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ছয়মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। তবে, একই সময়ে তার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই কার্যক্রম শুরু করে।

ইতোমধ্যে এআইয়ের তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট “গ্রক” এক্সে ব্যবহার শুরু হয়েছে। গত শুক্রবার থেকে এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এটি কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন।

এক্সএআই দল লিখেছেন, “বটটির অনন্য এবং মৌলিক সুবিধা হচ্ছে এটিতে গোটা দুনিয়া সম্পর্কে এক্সের মাধ্যমে হালনাগাদ তথ্য রয়েছে। এর ফলে অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা যেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না, গ্রক সেগুলোরও উত্তর দিতে পারবে।”

“এক্স” এবং “এক্সএআই” দুটো আলাদা প্রতিষ্ঠান হলেও দুটোরই মালিক মাস্ক এবং প্রতিষ্ঠান দুটো ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করে। মাস্কের টেসলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও এক্সএআই যুক্ত রয়েছে।

ইলন মাস্ক অবশ্য বেশ কয়েকবছর ধরে বলে আসছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার জন্য হুমকি হতে পারে। গত বসন্তে তিনি এটি নিয়ন্ত্রণে কাঠামো তৈরির স্বার্থে ছয়মাস কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন।