ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিব শ্রীলঙ্কায় এলে পাথর ছুড়ে মারা হবে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৮, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করা নিয়ে সমালোচনার শিকার হচ্ছেন সাকিব আল হাসান। ইতিহাসে প্রথমবারের মতো এমনটি ঘটনায় সাকিবের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছে। এবার হুমকির ঘটনাও ঘটলো সাকিবকে কেন্দ্র করে। যেটি করা হয়েছে ম্যাথুজের পরিবারের পক্ষ থেকে!

অ্যাঞ্জেলো ম্যাথুজের ছোট ভাই ট্রেভিন ম্যাথুজ ওই ঘটনায় প্রতিশোধের কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলকে। শ্রীলঙ্কার ক্লাব পর্যায়ে খেলা ট্রেভিন বলেছেন, ‘আমরা ভীষণ হতাশ হয়েছি। বাংলাদেশ অধিনায়কের মাঝে কোনও ধরনের স্পোর্টসম্যান স্পিরিট নেই। ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনও ধরনের মানবিকতা তিনি প্রদর্শন করেননি।’
তার পর এভাবেই হুমকি দেন তিনি, ‘সাকিবকে কখনো শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। সে যদি এখানে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা এলপিএল খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’
বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, উইকেট পতনের পর নতুন ব্যাটারকে বোলারের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে দুই মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এই দুই মিনিটের মধ্যে শুধু গার্ড নেওয়াই নয়, প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। এখানেই ব্যতিক্রম করেছেন ম্যাথুজ।
লঙ্কান ব্যাটার নির্দিষ্ট সময়ে মাঠে প্রবেশ করলেও বলের মুখোমুখি হতে দেরি করায় তাকে টাইমড আউট দিয়েছেন আম্পায়ার। যদিও সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতেই আম্পায়াররা এমন সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন।