ব্যবসায়ে প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর শুনানিতে বিচারকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ম্যানহাটনের কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করে নিজের ব্যবসার পক্ষে সাফাই গেয়েছেন এই রিপাবলিকান নেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোমবার ম্যানহাটনের কোর্ট ট্রাম্পকে তার ফ্লোরিডায় এস্টেট মার-এ-লাগো ক্লাব, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং স্কটল্যান্ডে তার গল্ফ কোর্সসহ বিভিন্ন সম্পত্তির মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সেসময় চার ঘণ্টার শুনানিতে প্রসিকিউটারদের সাথে প্রতারণা মামলার জেরে বাদানুবাদে জড়ান ট্রাম্প।
এরই মধ্যে ট্রাম্প অর্গানাইজেশন ও তার দুই ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়েছে সম্পত্তির এই প্রতারণার মামলায়। এর শাস্তিস্বরূপ সোমবার কোর্টে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ব্যবসায় নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক। এর পরেই শুরু হয় কথা কাটাকাটির। এই মামলার শুরু থেকে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। সেই সাথে তার দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
ট্রাম্প বলেন, আর্থিক বিবৃতির চেয়ে যে বিলিয়ন ডলারের ক্ষতিপূরণের কথা বলা হয়েছে তা বেশি মূল্যবান। তিনি বলেন, আমি আমার সম্পদগুলো দেখাতে পারি এবং বলতে পারি সেগুলোর মূল্য সম্পর্কে।
এদিকে ট্রাম্পের দাবি আসন্ন মার্কিন নির্বাচন প্রচারণা ভন্ডুল করতেই তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে। তবে বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো জরিপে বাইডেনের চেয়ে ৪৪ থেকে ৪৮ শতাংশ এগিয়ে রয়েছে ট্রাম্প।
বছরের পর বছর ধারে ট্রাম্প তার ব্যবসায়ের মিথ্যা তথ্য দিয়ে আসছেন। এই মামলায় ট্রাম্প, তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে এবং ট্রাম্প অরগানাইজেশন প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত।