ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৬, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আগুন সন্ত্রাসসহ দেশের মধ্যে প্রপাগান্ডার নির্দেশনা দেয়ার অপরাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে আনার কাজ চলছে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত অবরোধের নামে যে আগুনসন্ত্রাস করছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই। এদেশে কালো মেঘ আসে আবার চলে যায়। জনগণের কাছে পারমাণবিক শক্তিও টিকে না। উদ্বেগ থাকবে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়া ইউক্রেনসহ কয়েকটি দেশে যুদ্ধ চলছে। সারা পৃথিবীতে যুদ্ধের প্রভাব পড়ছে। এ প্রভাবেও আমরা আছি। এ কারণে বাংলাদেশ কোনো অপরাধ না করেও যুদ্ধের কারণের কষ্ট পাচ্ছে। দেশের মধ্যে দ্রব্যমূল্য যে অবস্থা এ কারণে মানুষ কষ্ট পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা মাঝেমাঝে বিদেশে যান সাহায্য সহযোগিতা চান। তিনি কিছু আনার জন্যই বিদেশে যান। সবাইকে ধৈর্য ধরতে হবে। এই দুঃসময়ে মড়ার উপর খাঁড়ার ঘা মতো আমাদের দেশের একটি রাজনৈতিক দল আন্দোলন করছে আগুন সন্ত্রাস করছে। দলটি ব্যর্থ হয়ে বারবার অতীতের মতো আগুনসন্ত্রাস করছে। এ দলটির দেশের জন্য সামান্যতম ভালোবাসা নেই। তাদের উদ্দেশ্য যেকোনো উপায় ক্ষমতায় গিয়ে লুটপাট করা’।