ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোচের দায়িত্বে থাকবেন কিনা জানালেন হাথুরু

admin
নভেম্বর ৫, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর হারের বৃত্তে আটকা পড়েছে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে টাইগারদের। শঙ্কা জেগেছে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে। আর এই ব্যর্থতার জন্য সবমিলিয়ে কাঠগড়ায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অনেকে বলছেন বিশ্বকাপ শেষে জাতীয় দলের কোচ থেকে বিদায় করে দেওয়া উচিত হাথুরুকে।

সোমবার লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

খোদ হাথুরুসিংহের কাছে আজ রোববার দিল্লিতে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন কিনা জবাবে তিনি বলেন, উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি কোচ থাকবো কি না এটা আমার ওপর নির্ভর করে না। এটা আসলে বোর্ডের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে।

হাথুরু আরো বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।

টাইগারদের প্রধান এই কোচ বলেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’

হাথুরুসিংহে বলেন, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’

তিনি, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়। ’