ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারা আমাদের অশান্তিতে রাখতে চায়, সেজন্য ষড়যন্ত্র করে যাচ্ছে – নানক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৪, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

‘আরে লাল লাল নীল নীল বাতি দেইখ্যা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানের সঙ্গে মিলিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম নতুন গান শোনালেন— ‘মেট্রোরেল হইয়া আমার সময় বাঁচাইছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হইয়া আমার সময় বাঁচাইছে, পদ্মা সেতু হইয়া আমার সময় বাঁচাইছে।’

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় এই গান গেয়ে শোন তিনি। এ সময় জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ২৮ অক্টোবর ঢাকার মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল। তারা আমাদের অশান্তিতে রাখতে চায়, সেজন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।তাদের মোকাবিলা করে আওয়ামী লীগ এগিয়ে যাবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘২৮ অক্টোবর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি। সেদিন বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হয়েছিল। জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে মেট্রোরেলের উদ্বোধনে জয়জয়কার। এই আনন্দের মহাযাত্রায় আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘অগ্নিসন্ত্রাস ও পলিশের ওপর হামলা করে বিএনপি প্রমাণ করেছে— তারা সন্ত্রাসী দল। তাদের প্রতিরোধ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি ২৮ অক্টোবর পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখে— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, আনোয়ার হোসেন প্রমুখ। যৌথভাবে জনসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।