ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফারুক খান বলেন বিএনপিকে নির্বাচনে আনতে হবে সংবিধানে লেখা নেই

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৪, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

  1. নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এ কথা সংবিধানে লেখা নেই, কোনও আইনে লেখা নেই।

শনিবার (৪ নভেম্বর) বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনিবার সকালে ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশ নেয়।

ফারুক খান বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, নির্বাচনের সময় অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় না। যাদের ক্যাপাসিটি নাই, যাদের জনসমর্থন নাই, জনগণের প্রতি আস্থা নাই, তারা নির্বাচনে আসবে না।’

বিএনপি সন্ত্রাসী দল’ মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি সংহিসতাপূর্ণ। এগুলো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, সন্ত্রাসবাদী দলের কর্মকাণ্ড।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কখনও নির্বাচনে অরাজকতা করে না। সংবিধানসম্মতভাবে একটি নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। যেসব রাজনৈতিক দল নামসর্বস্ব, যাদের কোনও ভোটার নেই, তারাই এ ধরনের কথা বলতে পারে। আমরা মনে করি, বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।’

মতবিনিময় সভায় ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল যোগ দেয়। এই মতবিনিময় সভা বর্জন করেছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। আগারগাঁও নির্বাচন ভবনে শনিবার সকাল ১০টার দিকে আসেন রাজনৈতিক দলের নেতারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। দুপুরে আরেক দফায় আরও রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশন।