শরণার্থী শিবিরের দুই আবাসিক ভবনে হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গাজাকে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। বুধবার (০১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
দক্ষিণ গাজার আল জাজিরার প্রতিনিধির দেওয়া তথ্য অনুসারে, গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি ফিলিস্তিনি। সাংবাদিকের দেওয়া তথ্যে আরও জানা গেছে, খান ইউনিস শরণার্থী শিবিরের দুইটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজাকে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নি করে দিলো ইসরায়েল।
৭ অক্টোবর থেকে শুরু হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২৬তম দিনে গড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে,ইসরায়েলের বোমা হামলায় অন্তত আট হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অপর দিকে ইসরায়েল জানিয়েছে,হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।