ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামাসের হামলা নিয়ে নিরাপত্তাপ্রধানদের দায়ী করে আবার ক্ষমাপ্রার্থনা নেতানিয়াহুর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩০, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

৭ অক্টোবর হামাসের হামলার জন্য তাঁরই নিরাপত্তাপ্রধানদের দায়ী করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হামলার বিষয়ে তাঁরা তাঁকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন, তবে সমালোচনার মুখে সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি। তিনি বলেন, যখন সবার মধ্যে ঐক্যটাই সবচেয়ে জরুরি, তখন তাঁর এ ধরনের মন্তব্য ‘ভুল’ ছিল।

শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু নিরাপত্তাপ্রধানদের সমালোচনা করে লিখেছিলেন, ‘ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে তাঁরা তাঁকে সতর্ক করেননি। উল্টো তাঁরা আশ্বস্ত করে বলেছেন, হামাসকে ‘থামিয়ে’ দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) মুছে দেওয়া সেই পোস্টে নেতানিয়াহু লিখেছিলেন, ‘কখনো কোনো পর্যায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের হামলার পরিকল্পনার বিষয়ে সতর্ক করা হয়নি।

বিপরীতে সেনা, গোয়েন্দাপ্রধানসহ সব নিরাপত্তা কর্মকর্তা এবং শিন বেতের প্রধান বলেছিলেন, হামাসকে থামিয়ে দেওয়া হয়েছে এবং তারা সমাধানে আসতে আগ্রহী।’

নেতানিয়াহুর এ পোস্টের পর তাঁর রাজনৈতিক সহকর্মী ও মিত্ররা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বলেছেন, এখন কারও দিকে আঙুল তোলার বদলে ঐক্যবদ্ধ হওয়ার সময়।

নেতানিয়াহুর যুদ্ধকালে মন্ত্রিসভায় থাকা সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ বলেন, ‘আমরা যখন যুদ্ধে, তখন নেতৃত্বকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তাঁকে সঠিক কাজ করতে হবে, বাহিনীর শক্তি ও মনোবল বাড়াতে কাজ করতে হবে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লেপিদ বলেছেন, নেতানিয়াহু ‘সীমা লঙ্ঘন’ করেছেন এবং সেনাবাহিনীকে খাটো করেছেন।

এভাবে প্রতিক্রিয়া আসা শুরু হলে নেতানিয়াহু এক্স হ্যান্ডেল থেকে তাঁর পোস্ট মুছে দেন। তিনি পরে নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি নিশ্চয়তা দেন, নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের প্রতি তাঁর ‘পূর্ণ সমর্থন’ থাকবে।

এক্স হ্যান্ডেলে নেতানিয়াহু লেখেন, ‘আমি যা বলেছি, তা বলা ঠিক হয়নি। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সব নিরাপত্তা সংস্থার প্রধানদের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। একসঙ্গে আমরা জয়ী হব।’