ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দর্শকদের ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি তাদের প্রাপ্য : সাকিব

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৯, ২০২৩ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বোলিংয়ে টুকটাক উইকেট পেলেও ব্যাট হাতে চলতি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ সাকিব আল হাসান। দলও ভালো করতে পারছে না। এর মধ্যে দেশে ফিরে প্রথমবারের মতো সমর্থকদের দুয়ো ধ্বনিও শুনতে হয় তাকে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব বললেন এটা তাদের প্রাপ্য। 

সাকিব বলেন, ‘হতাশাজনক। কিন্তু তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও রাইটস আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা ডিজার্ভ করি। ’

 

বিশ্বকাপ পারফর্মেন্সে তামিম বিতর্ক প্রভাব ফেলেছে কিনা প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আসলে কার মনের ভিতরে কি আছে বলা মুশকিল।

কিন্তু এ বিষয়টা আমি ডিসঅ্যাগ্রি করছি না, প্রভাব ফেলতেই পারে।’