ঢাকাশনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাসা ঘিরে রেখেছে পুলিশ আমির খসরু মাহমুদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৯, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকাল ১০টার পর থেকে আমির খসরুর বনানীর বাসা ঘিরে রাখে পুলিশ। বাসার ভিতরে অবস্থান করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ডিবি পুলিশ।

উল্লেখ্য, শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। সহিংসতায় পুলিশ নিহতের ঘটনায় রোববার পল্টন থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে।