মহানগর বিএনপির সদস্য সচিব আবু হাশেম বক্করের বাড়িতে তল্লাশি ও অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নগরের এনায়েত বাজার বাটালী রোডের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়।
তবে ওই সময় তিনি বাসায় ছিলেন না।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক ও বর্তমানে দপ্তরের সমন্বয়ক মো.ইদ্রিস আলী বলেন, শনিবার রাত দশটার দিকে আবু হাশেম বক্করের বাড়ির গেইটে যায় পুলিশ।
কিন্তু বাড়িতে প্রবেশ করেনি। রোববার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ আবু হাশেম বক্করকে খুঁজতে তল্লাশি চালায়।
সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, আবু হাশেম বক্করের বাড়িতে তল্লাশি ও অভিযান চালানো হয়নি। তবে বাড়ির দিকে থানা পুলিশের একটি টিম গিয়েছিল। পরে তারা চলে আসেন।